স্বাগতম
বর্ধমান পৌর উৎসব ২০২৩

থিম - "ইতিহাসের বর্ধমান উন্নয়নে বাড়ছে মান"

নিয়ামাবলী

১. রবীন্দ্রসঙ্গীত ( সময় ৪ মিনিট )

২. নজরুল গীতি ( সময় ৪ মিনিট )

৩. আবৃত্তি ( সময় ৪ মিনিট )

৪. একক রবীন্দ্রনৃত্য ( সময় ৫ মিনিট )

৫. একক শাস্ত্রীয় নৃত্য ( সময় ৪ মিনিট )

৬. বর্ধমান পৌর উৎসব অ্যাপস ও পোর্টালের মাধ্যমে ১৭ ই নভেম্বর, ২০২৩ পর্যন্ত নাম জমা দেওয়া যাবে। অথবা প্রতিযোগিতার দিন সরাসরি নাম দেওয়া যাবে প্রতিযোগিতার নিদিষ্ট সময়ের ৩০ মিনিট আগে পর্যন্ত ।

৭. প্রতিযোগিতার দিন অব্যশই সমস্ত প্রতিযোগীকে বয়সের প্রমাণ সঙ্গে আনতে হবে এবং প্রতিযোগিতা শুরুর সময় নিদিষ্ট ঘরে সেচ্ছাসেবক ও বিচারকদের তা দেখাতে হবে |

৮. বর্ধমান পৌর উৎসব উদযাপন কমিটি অ্যাপসে বয়সের নিদিষ্ট তারিখ দেখে নির্দিষ্ট গ্রুপে নাম দিতে হবে |

৯. প্রতিযোগিতা শুরুর ১৫ মিনিট পূর্বে প্রতিযোগিতা কেন্দ্রে আসতে হবে |

১০. বয়স নিয়ে কোন প্রতিযোগীর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা নির্দিষ্ট ঘরে সেচ্ছাসেবক ও বিচারকদের কাছে লিখিত আপত্তি জ্ঞাপন করতে হবে | এ নিয়ে পরবর্তীকালে কোন অভিযোগ করলে তা গণ্য হবে না |

১১. একই ব্যাক্তি একাধিক বিষয়ে নাম দিলে এক সঙ্গে চলা প্রতিযোগিতাগুলিতে প্রতিযোগিকেই নির্দিষ্ট ঘরে রিপোর্ট করে আসতে হবে |

১২. বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতার হারমোনিয়াম , তবলা উৎসব কমিটি সরবরাহ করবে এবং তবলাবাদক থাকবে উৎসব কমিটির পক্ষে| প্রতিযোগীরা নিজেদের পছন্দ মতো তবলা , হারমোনিয়াম এবং তবলা বাদকও আনতে পারেন |

১৩. যে কোন বিভাগে প্রতিযোগী ৫ জনের কম হলে নির্দিষ্ট বিষয়ের প্রতিযোগিতাটি বাতিল বলে গণ্য হবে |

১৪. সমবেত নৃত্যের ক্ষেত্রে নূন্যতম ৭ জন ও সর্বাধিক ১৫ জনের দল অংশ গ্রহন করতে পারবে ।

১৫. সমবেত নৃত্যের ক্ষেত্রে প্রতি নৃত্য দল নৃত্য পরিবেশনের জন্য ৪ মিনিট সময় পাবে ।

১৬. সমবেত নৃত্যের ক্ষেত্রে প্রতিযোগিতা শুরুর আগে প্রত্যেক দলকে নামের তালিকা লিখিত আকারে জমা দিতে হবে।

১৭. সমবেত নৃত্যের ক্ষেত্রে প্রত্যেক দলের প্রতিযোগীর বয়সের প্রমান পত্র সঙ্গে আনতে হবে।

১৮. সমবেত সঙ্গীত প্রতিযোগিতার ক্ষেত্রে কম পক্ষে ৬ জন গায়ক ও বাদক সহ সর্বাধিক ১০ জনের দল হতে পারে।

১৯. বাংলা গানের ক্যুইজ ২ জনের দল হবে ।

২০. শ্রুতিনাটক ক্ষেত্রে নূন্যতম ২ জন ও সর্বাধিক ৫ জনের দল আবহ সহ অংশ গ্রহন করতে পারবে । ( সময় ১৫ মিনিট )

২১. ০১.০১.২০২৩তারিখের নিরিখে বয়স গণ্য করা হবে |

আমি বর্ধমান পৌর উৎসব ২০২৩ নিয়মাবলী সম্বন্ধে অভিহিত হলাম
For Assistance

Please contact Ph No - 0342-2662518/2664121/2662777(Toll Free - 18003453309)(IT Cell Ph-8001605000 for technical problem) of Burdwan Municipality Office
(11 A.M to 5 P.M)