Loading...
বর্ধমান পৌর উৎসব

বর্ধমান পৌর উৎসব - ২০২৫

"রাঢ়বঙ্গের রূপকথা, বর্ধমানের যশোগাথা"

নিয়ামাবলী

  1. রবীন্দ্রসঙ্গীত ( সময় ৪ মিনিট )
  2. নজরুল গীতি ( সময় ৪ মিনিট )
  3. আবৃত্তি ( সময় ৪ মিনিট )
  4. একক রবীন্দ্রনৃত্য ( সময় ৫ মিনিট )
  5. একক শাস্ত্রীয় নৃত্য ( সময় ৪ মিনিট )
  6. বর্ধমান পৌর উৎসব অ্যাপস ও পোর্টালের মাধ্যমে ২০ নভেম্বর, ২০২৫ পর্যন্ত নাম জমা দেওয়া যাবে। অথবা প্রতিযোগিতার দিন সরাসরি নাম দেওয়া যাবে প্রতিযোগিতার নিদিষ্ট সময়ের ৩০ মিনিট আগে পর্যন্ত ।
  7. প্রতিযোগিতার দিন সমস্ত প্রতিযোগীকে বয়সের প্রমাণ সঙ্গে আনতে হবে এবং সেচ্ছাসেবক ও বিচারকদের তা দেখাতে হবে।
  8. বয়সের নিদিষ্ট তারিখ দেখে নির্দিষ্ট গ্রুপে নাম দিতে হবে।
  9. প্রতিযোগিতা শুরুর ১৫ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
  10. বয়স নিয়ে অভিযোগ থাকলে সেচ্ছাসেবক ও বিচারকদের কাছে লিখিত আপত্তি জানাতে হবে, পরবর্তীতে আপত্তি গণ্য হবে না।
  11. এক ব্যক্তি একাধিক বিষয়ে নাম দিলে প্রতিযোগিতাগুলিতে রেকর্ড করতে হবে।
  12. সংগীত প্রতিযোগিতায় হারমোনিয়াম, তবলা উৎসব কমিটি সরবরাহ করবে।
  13. ৫ জনের কম প্রতিযোগীতার ক্ষেত্রে প্রতিযোগিতা বাতিল গণ্য হবে।
  14. সমবেত নৃত্য দলের সদস্য সংখ্যা ৭ থেকে ১৫ জন হতে হবে।
  15. সমবেত নৃত্য দলের জন্য ৪ মিনিট সময় নির্ধারিত।
  16. নামের তালিকা লিখিত আকারে দিতে হবে।
  17. বয়সের প্রমাণ পত্র আনতে হবে।
  18. সমবেত সঙ্গীত দলের সদস্য সংখ্যা ৬ থেকে ১০ জন সীমিত।
  19. বাংলা গানের কুইজ দুই জনের দল হবে।
  20. শ্রুতিনাটক দলের সদস্য সংখ্যা ২ থেকে ৫ জন, সময় ১৫ মিনিট।
  21. ০১.০১.২০২৫ তারিখে বয়স গণ্য করা হবে।
আমি বর্ধমান পৌর উৎসব ২০২৫ নিয়মাবলী সম্বন্ধে অভিহিত হলাম