নিয়ামাবলী
- রবীন্দ্রসঙ্গীত ( সময় ৪ মিনিট )
- নজরুল গীতি ( সময় ৪ মিনিট )
- আবৃত্তি ( সময় ৪ মিনিট )
- একক রবীন্দ্রনৃত্য ( সময় ৫ মিনিট )
- একক শাস্ত্রীয় নৃত্য ( সময় ৪ মিনিট )
- বর্ধমান পৌর উৎসব অ্যাপস ও পোর্টালের মাধ্যমে ২০ নভেম্বর, ২০২৫ পর্যন্ত নাম জমা দেওয়া যাবে। অথবা প্রতিযোগিতার দিন সরাসরি নাম দেওয়া যাবে প্রতিযোগিতার নিদিষ্ট সময়ের ৩০ মিনিট আগে পর্যন্ত ।
- প্রতিযোগিতার দিন সমস্ত প্রতিযোগীকে বয়সের প্রমাণ সঙ্গে আনতে হবে এবং সেচ্ছাসেবক ও বিচারকদের তা দেখাতে হবে।
- বয়সের নিদিষ্ট তারিখ দেখে নির্দিষ্ট গ্রুপে নাম দিতে হবে।
- প্রতিযোগিতা শুরুর ১৫ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
- বয়স নিয়ে অভিযোগ থাকলে সেচ্ছাসেবক ও বিচারকদের কাছে লিখিত আপত্তি জানাতে হবে, পরবর্তীতে আপত্তি গণ্য হবে না।
- এক ব্যক্তি একাধিক বিষয়ে নাম দিলে প্রতিযোগিতাগুলিতে রেকর্ড করতে হবে।
- সংগীত প্রতিযোগিতায় হারমোনিয়াম, তবলা উৎসব কমিটি সরবরাহ করবে।
- ৫ জনের কম প্রতিযোগীতার ক্ষেত্রে প্রতিযোগিতা বাতিল গণ্য হবে।
- সমবেত নৃত্য দলের সদস্য সংখ্যা ৭ থেকে ১৫ জন হতে হবে।
- সমবেত নৃত্য দলের জন্য ৪ মিনিট সময় নির্ধারিত।
- নামের তালিকা লিখিত আকারে দিতে হবে।
- বয়সের প্রমাণ পত্র আনতে হবে।
- সমবেত সঙ্গীত দলের সদস্য সংখ্যা ৬ থেকে ১০ জন সীমিত।
- বাংলা গানের কুইজ দুই জনের দল হবে।
- শ্রুতিনাটক দলের সদস্য সংখ্যা ২ থেকে ৫ জন, সময় ১৫ মিনিট।
- ০১.০১.২০২৫ তারিখে বয়স গণ্য করা হবে।