নিয়ামাবলী
১. মূল মঞ্চে এই বিষয়ে অনুষ্ঠান করতে ইচ্ছুক অংশগ্রহণকারীকে ২০ নভেম্বর, ২০২৪ থেকে ২ ডিসেম্বের, ২০২৪ তারিখের মধ্যে নিজ নিজ বিষয়ে নাম নথিভুক্ত করতে হবে অ্যাপ অথবা পোর্টালের মাধ্যমে|
২. মূল মঞ্চে অংশগ্রহণ জন্য নৃত্য ব্যাতীত সমস্ত আবেদনকারীদের লাইভ অডিশনের মাধ্যমে নির্বাচন করা হবে।
৩. লাইভ অডিশন সংক্রান্ত সমস্ত তথ্য আবেদনকারীর নিজ নিজ মোবাইল নম্বরে ২ ডিসেম্বরের পরে জানিয়ে দেওয়া হবে।
৪. লাইভ অডিশনের সম্ভাব্য তারিখ ৬/১২/২০২৪,০৭/১২/২০২৪ ও ০৮/১২/২০২৪।
৫. নৃত্য ছাড়া অন্য কোনো বিষয়ের ভিডিও ফাইল গ্রহণ যোগ্য নয় |
৬. সমবেত নৃত্য, সমবেত সঙ্গীত ও সমবেত আবৃত্তির ক্ষেত্রে শিল্পীর সংখ্যা কমপক্ষে ১০-৩০ জন হওয়া বাধ্যতামূলক |
৭. উৎসবের মূল মঞ্চে নৃত্যে গত বছরের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম ব্যাতীত কোনো একক নৃত্যের আবেদন গ্রহণযোগ্য নয় |
৮. মূল মঞ্চে অংশগ্রহণ জন্য যে সমস্ত শিল্পী এবং সংস্থা মনোনীত হবে তাদের কাছে আবেদন অনুগ্রহ করে 'বর্ধমান পৌর উৎসবের ঐতিহ্য বজায় রেখে নিজ নিজ অনুষ্ঠান নির্বাচন করুন ' অন্যথায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত |
৯.মূল মঞ্চে অনুষ্ঠানের জন্য নির্বাচিত শিল্পীদের তালিকা বর্ধমান উৎসবের app-এর মাধ্যমে পাওয়া যাবে|
আমি বর্ধমান পৌর উৎসব ২০২৪ নিয়মাবলী সম্বন্ধে অভিহিত হলাম