নিয়ামাবলী
১. মূল মঞ্চে এই বিষয়ে অনুষ্ঠান করতে ইচ্ছুক অংশগ্রহণকারীকে ১৭ই নভেম্বর, ২০২৩ থেকে ১০ ই ডিসেম্বের, ২০২৩ তারিখের মধ্যে নিজ নিজ বিষয়ে নাম নথিভুক্ত করতে হবে অ্যাপ অথবা পোর্টালের মাধ্যমে|
২. প্রতিটি একক বা সমবেত দলের নামের ক্ষেত্রে কেবলমাত্র একটিই Mp3/Mp4/3gp/wma/wmv File Upload করা যাবে |
৩. Upload করা File টি উল্লেখিত সকল বিষয়ের ক্ষেত্রে 10MB মাপের ভিতর হওয়া বাধ্যতামূলক
৪. নৃত্য ছাড়া অন্য কোনো বিষয়ের ভিডিও ফাইল গ্রহণ যোগ্য নয় |
৫. সমবেত নৃত্য দলগুলির ক্ষেত্রে নৃত্যশিল্পীর সংখ্যা কমপক্ষে ১০ জন হওয়া বাধ্যতামূলক |
৬. উৎসবের মূল মঞ্চে নৃত্যে গত বছরের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম ব্যাতীত কোনো একক নৃত্যের আবেদন গ্রহণযোগ্য নয় |
৭. সঙ্গীতে অংশগ্রহণের ক্ষেত্রে গানটি কেবলমাত্র হারমোনিয়াম , তানপুরা ও তবলা সহযোগে জমা করতে হবে | অন্যথায় রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে |
৮. মূল মঞ্চে অংশগ্রহণ জন্য যে সমস্ত শিল্পী এবং সংস্থা মনোনীত হবে তাদের কাছে আবেদন অনুগ্রহ করে 'বর্ধমান পৌর উৎসবের ঐতিহ্য বজায় রেখে নিজ নিজ অনুষ্ঠান নির্বাচন করুন ' অন্যথায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত |
৯.মূল মঞ্চে অনুষ্ঠানের জন্য নির্বাচিত শিল্পীদের তালিকা বর্ধমান উৎসবের app ও website এর মাধ্যমে পাওয়া যাবে|
আমি বর্ধমান পৌর উৎসব ২০২৩ নিয়মাবলী সম্বন্ধে অভিহিত হলামFor Assistance
Please contact Ph No - 0342-2662518/2664121/2662777(Toll Free - 18003453309)(IT Cell Ph-8001605000 for technical problem) of Burdwan Municipality Office
(11 A.M to 5 P.M)